মোঃ ইকবাল হোসাইন
গতকাল সোমবার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন দোশারীচৌঁ গ্রামের মোল্লাবাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন(৩৫)কে ১১ পিস ইয়াবাসহ ভুশ্চি ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাকে আটক করে লালমাই থানায় সোপর্দ করেন। এ সময় তার সাথে থাকা ধৃত আসামি গজারিয়ার মীর হোসেনের ছেলে কালা মিয়া ওরফে শাকিল (২০) পালিয়ে যায়। এ ব্যাপারে লালমাই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরুল আলম তালুকদার বলেন- লালমাই উপজেলাকে মাদক মুক্ত করতে এখন থেকে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে এবং সর্বস্তরের জনগণকে লালমাইয়ে মাদকমুক্ত করতে সহযোগিতার জন্য অনুরোধ জানান।
আরো পড়ুন: