লালমাইতে যথাযোগ্য মর্যাদায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
প্রদীপ মজুমদার
কুমিল্লার লালমাই উপজেলায় ২৩/০৮/২০১৯ শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উদ্যোগে বাগমারা বিশ্বম্বর মন্দিরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫তম আর্বিভাব অষ্টমী তিথি শুভ জন্মষ্টমী উপলক্ষে ভগবত গীতা পাঠ, আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে।
লালমাই উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক অমর কৃষ্ণ বনিক (মানিক) এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি ও মঙ্গল জন্মাষ্টমী শোভা যাত্রা উদ্বোধক ছিলেন লালমাই উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার কে, এম ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব বাবু কল্যান মিত্র সিংহ (রতন), প্রধান ধর্মীয় আলোচক বাবু জয়দেব সূত্রধর, বাগমারা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, বিশিষ্ট ব্যাবসায়ী আর.ডি রনি , সৌনক ব্যানার্জী, আলোচক সুনিল রায় চৌধুরী, অধ্যাপক অবনী মোহন ভৌমিক, বাগমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু নিরঞ্জন চন্দ্র দাস, খলিলপুর বাউল গোসাই আশ্রমের সাধারণ সম্পাদক বাবু রতন দে।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রদীপ কুমার আচার্য্য, পুলিন ভৌমিক, সুমন রায় চৌধুরী, দামোদর সংঘ লালমাইয়ের সভাপতি স্বপন কুমার নাথ ভৌমিক, সাধারণ সম্পাদক জীবনানন্দ দাস জীবন, বাবুল বনিক, সুভাষ দাস, অনীল সূত্রধর, বাবু কমল দত্ত, সঞ্জয় শর্মা, প্রিয়লাল সাহা প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গল শোভাযাত্রা র্যালীতে নারী-পুরুষ ও উপজেলা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভক্তবৃন্দ ঢাক ঢোলের তালে তালে শুভ শুভ শুভ দিন শ্রী কৃষ্ণের জন্মদিন এ স্লোগান করে বাগমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বম্বর মন্দির শেষে হয়। পরে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।