March 20, 2023, 12:49 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

লাকসাম স্বদেশ হোটেলে বাসি খাবার পরিবেশন।

লাকসাম স্বদেশ হোটেলে বাসি খাবার পরিবেশন।

এম এ কাদের অপু:

লাকসাম শহরের প্রান কেন্দ্র বাইপাসে অবস্থিত স্বনামধন্য স্বদেশ হোটেলে রবিবার ২৬ শে মে রাত অনুমান ১০ ঘটিকার সময় কোয়ার্টার গ্রীল খাওয়ার জন্য বসলে ওয়েটার সোহাগ গ্রীল এনে দেয়।

গ্রিল মুখে দেওয়ার সাথেই বুঝা গেলো বাসি ও পচা গ্রিল দিয়েছে, এই কথা বলার আগে গ্রিল না খেয়েই বিল পরিশোধ করা পর যেই ওয়েটার কে জিজ্ঞেস করা হলো গ্রিল বাসি কেনো? তখনই ওয়েটার সোহাগ ক্যাশে বসে থাকা ক্যাশিয়ার কে বলে দিলেন ৫০ টাকা ফেরত দেওয়ার জন্য।

কোন টাকা ফেরত না নিয়ে সরাসরি হোটেলের মালিক বাবুল মিয়াকে কল দিলে, বাবুল মিয়া বলেন আমার হোটেলে কোন বাসি খাবার পরিবেশন করা হয়না।

চুরি তে চুরি আবার সিনা চুরি, ঠিক তেমনই বাবুল মিয়ার কথায়ও তাই মনে হলো। পরে ম্যানেজার ও আশে পাশের লোকজনের অনুরোধে ওই কাস্টমার কে বলেন থাক ভাই বাদ দেন।

এর আগেও এই হোটেলের বিরুদ্ধে অনেক নিউজ হয়েছে তার পরেও কোন প্রকার পরোয়া করছেনা হোটেলের মালিক বাবুল ও জাকির।

এভাবে বাসি ও নষ্ট খাবার খাইয়ে হোটেলে খাবার খাইতে আশা কাষ্টমারদের সাথে প্রতারনা করছেন।

এব্যাপারে আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি অাকর্ষন করা হলো এবং অনতি বিলম্বে তাদের কে আইনের আওতায় আনা জন্য অনুরোধ করা হলো।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১