লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!
সাইফুল ইসলাম, লাকসাম,(কুমিল্লা) প্রতিনিধি:
গতকাল রবিবার কুমিল্লার লাকসাম প্রেসক্লাব কর্তক আয়োজিত মো: তবারক উল্যাহ কায়েসের সভাপতিত্বে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মো: এ.কে. এম. সাইফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যাপক মো: আবুল খায়ের, লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগ নেতা মো: মনিরুল ইসলাম রতন। অনআন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার লাকসাম প্রতিনিধি মজিবুর রহমান দুলাল, দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মো: খলিলুর রহমান মজু, ডিভিসি টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি মো: নাছির উদ্দিন চৌধুরী, অর্থনিতি প্রতিদিনের প্রতিনিধি মো: মশিউর রহমান সেলিম, দৈনিক খোলা কাগজ লাকসাম প্রতিনিধি সাইফুল ইসলাম, সাপ্তাহিক সময়ের দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক মো: ফারুক আল- শারাহ, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আব্দুল মন্নান, সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: কামাল উদ্দিন, দৈনিক কুমিল্লার কাগজ লাকসাম প্রতিনিধি মো: আব্দুর রহিম, বিবিসি ২৪.কম এর সম্পাদক এম. এ. কাদের অপু প্রমুখ উপস্থিত ছিলেন।