লাকসাম পৌরসভা সকল ওয়ার্ডের মাতৃত্বকালিন ভাতা একাউন্ট শুভ উদ্বোধন।
রবিউল হোসাইন সবুজঃ
লাকসাম পৌরসভা সকল ওয়ার্ডের ভাতা দেওয়া হয়। আর লাকসাম পৌরসভার নব্য নিযুক্ত অস্থায়ী মেয়র মোঃআব্দুল আলিম দিদার এ শুভ কাজটি উদ্বোধন ।
এ ছাড়াও লাকসাম পৌরসভার কর্মকতা উপস্থিত ছিলেন।
আর ভাতাভোগিদের মাঝে নগদ টাকা বিতরণ করেন অস্থায়ী মেয়র।
আরো মাতৃত্বকালিন ভাতা একাউন্ট শুভ উদ্বোধন এর মাধ্যমে ওনার প্রথম মেয়র হিসাবে অভিষেক শুরু করেন।
আর লাকসামবাশী মনে করেন নতুন অস্থায়ী মেয়র মোঃ আব্দুল আলিম দিদার একজন ভালো মানুষ সত ও নিষ্টারভান এবং লাকসাম পৌরসভার জনসাধারণের জন্য ভালো কাজভয়ে নিয়ে আসবে ও সকল অসুবিধা সমাধান করবেন এটাই সবার কামনা।