লাকসাম থানা পুলিশের গুজববিরোধী
সচেতনতা সপ্তাহ উদ্বোধন
লাকসাম প্রতিনিধি
“গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই স্লোগানে দেশজুড়ে কল্লাকাটা ও ছেলেধরা গুজববিরোধী সচেতনতা সপ্তাহ উদ্বোধন করেছেন লাকসাম থানা পুলিশ। গতকাল বুধবার সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্সের আয়োজনে ও থানা পুলিশের প্রচারণায় এ সচেতনতা সপ্তাহে লাকসাম দৌলতগঞ্জ বাজারে প্রচারপত্র বিলি, পথসভা ও মাইকিংয়ের মাধ্যমে উদ্বোধন করা হয়।
গুজববিরোধী সচেতনতা সপ্তাহের প্রথম দিনে লাকসাম সার্কেল এ.এসপি ইমরান রহমান, থানা পুলিশের অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন, এস.আই জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যবৃন্দ জনগণের সচেতনতায় লাকসাম দৌলতগঞ্জ বাজারের গুরুত্বপূর্ন স্থানে প্রচারপত্র বিলি, মাইকিং ও পথসভা করেন।