লাকসাম প্রতিনিধি
লাকসাম থানা পুলিশের আয়োজনে স্থানীয় সাংবাদিক ও মসজিদের ইমামদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে লাকসাম থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মনিরুল ইসলাম রতন, সাংবাদিক আরিফুর রহমান স্বপন, নাসির উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম, জাফর আহমেদ, শহীদুল ইসলাম শাহীন, নুর উদ্দিন জালাল আজাদ, আবুল কালাম, আব্দুর রহিম, মোজাম্মেল হক আলম, এমএ মান্নান, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সওদাগর।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উত্তর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহি উদ্দিন, সাংবাদিক মশিউর রহমান সেলিম, কামাল উদ্দিন, মিজানুর রশিদ, তমিজ উদ্দিন চুন্নু, সেলিম চৌধুরী, মাসুদুর রহমান, শাহ নুরুল আলম, আমজাদ হাফিজ, ওমর ফারুক, জাহিদ হাসান, দেবব্রত পাল বাপ্পী প্রমুখ।