-
- Feature, অপরাধ, আদালত
- লাকসাম জংশন প্লাটফর্মে বিদেশগামী কর্মীর ভিসা-পাসপোর্ট ছিনতাই।
- আপডেট: February, 25, 2021, 7:29 pm
- 23 View
মোঃ আবুল কালাম, লাকসাম প্রতিনিধিঃ
লাকসাম রেলওয়ে জংশন স্টেশন প্লাটফর্মে বিদেশগামী এক কর্মীর ভিসা-পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ল্যাগেজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার দু’দিন পর স্টেশনের আউটারে ভিসা, এয়ারপোর্ট কন্ট্রাকসহ কাগজপত্রের ছিন্নভিন্ন অংশ পাওয়া গেলেও লাগেজ এর সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, আরব আমিরাত যাওয়ার উদ্দেশ্যে গত ২২ ডিসেম্বর রাতে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের ২নং প্লাটফর্মে নিশিতা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এমরান হোসেন। ওই ট্রেনটি স্টেশনে প্রবেশ করলে যাত্রীদের ভিড়ের ফাঁকে বিদেশগামী ওই কর্মীর ভিসা, পাসপোর্ট, এয়ারপোর্ট কন্টাক্টসহ কাগজপত্র ও লাগেজ ছিনতাই হয়। পরে লাকসাম রেলওয়ে থানায় সে বিষয়ে একটি জিডি করেন এমরান। ঘটনার ২ দিন পর (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার স্টেশনের আউটারে ভিসা, এয়ারপোর্ট কন্টাকের কাগজপত্র গুলো ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায়। হতভাগ্য ওই বিদেশগামী যাত্রী নাঙ্গলকোট উপজেলার বেলটা এলাকার নজরুল ইসলামের ছেলে।
লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন জানান, এ বিষয়ে একটি জিডি হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তকরণে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
আরো পড়ুন: