কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় উত্তর ইউনিয়নের খুন্তা গ্রামের আনা মিয়ার ছেলে বাহার উদ্দিন (৩৫) পার্শবর্তী বাড়ির রাশেদা বেগমের কাছ থেকে প্রায় ৭ বছর আছে ১ লক্ষ টাকায় মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা বলে ঋণ নেয়।
১৩/১৪ মাস প্রতি মাসে ১০ হাজার টাকা করে দিয়ে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা লাভ দিলেও আরো ৩৫ হাজার টাকা দেওয়ার জন্য রাশেদা ও রাশেদার ছেলে রাশেদ চাপাচাপি করলে এক পর্যায়ে ৫০০ টাকার অলিখিত ষ্ট্যাম্প দিয়ে কোন রকম ওইখান থেকে বেঁচে আসে।
পরে স্থানীয় এয়ার হোসেন নামক ব্যক্তির জিম্মায় ৩৫ হাজার টাকার জন্য আরো ৫ মাস সময় নিলে সময় অনুযায়ী বাহার টাকা দিতে না পারায় রাশেদা ও তাঁর ছেলে রাশেদ মিলে বাহার কে অমানুষিক নির্যাতন করে, পরে স্থানীয়দের সহযোগিতায় বাহার কে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।
খুন্তা গ্রামের প্রবাসী আবদুল বারেকের স্ত্রী রাশেদা বেগম ও তাদের সন্তান রাশেদ।
এই ব্যাপারে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।