March 27, 2023, 7:10 am

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

লাকসামে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

লাকসামে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

এম, এ কাদের অপুঃ

কুমিল্লার লাকসামে দ্বিতীয় শ্রেণি পড়–য়া এক এতিম শিশুকে একাধিকবার ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর গ্রামে। অভিযুক্ত মোহাম্মদ আলী (৬৮) ওই গ্রামের আনা মিয়ার বাড়ির মৃত. সেকান্দর আলীর ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে অভিযুক্ত মোহাম্মদ আলী তার দোকানের ভিতর ওই শিশুকে নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে। এমতাবস্থায় জাকির হোসেন নামের এক যুবক ওই শিশুর চিৎকার শুনে দোকানের ভিতর ডুকে পড়লে মোহাম্মদ আলী পালিয়ে যায়। পরে ওই শিশুকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এর আগেও মোহাম্মদ আলী একাধিকবার একই কায়দায় তাকে ধর্ষণের চেষ্টা করেছে।
এ ঘটনার পরদিন শুক্রবার সামাজিক ভাবে সালিশী বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, আব্দুল হালিম সর্দার, আনোয়ার হোসেন, উত্তম কুমা, মোস্তফা প্রমুখ। উক্ত সালিশে নিজের দোষ স্বীকার করে উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন অভিযুক্ত মোহাম্মদ আলী। এদিকে শিশু ধর্ষণচেষ্টার মত ন্যাক্কারজনক ঘটনাকে গ্রাম্য সালিশের মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা করায় ক্ষুব্ধ গ্রামবাসী। তারা দ্রুত অভিযুক্ত মোহাম্মদ আলীর গ্রেফতার দাবি করেন। ইতোপূর্বেও একাধিকবার গ্রামের কিশোরী, যুবতী, গৃহবধূদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত লাকসাম থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১