March 28, 2023, 2:50 am

#
ব্রেকিং নিউজঃ
লালমাইয়ে জুতা পায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে ইউএনও!বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

লাকসামে র‌্যাবের অভিযানে সেমাই ও নকল পণ্য বাজারজাত করার অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা!

 

লাকসামে র‌্যাবের অভিযানে সেমাই ও নকল পণ্য বাজারজাত করার অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা!
লাকসাম,(কুমিল্লা) প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার কু‌মিল্লার লাকসাম পৌর শহরের উত্তর কাদ্রা এলাকায় কু‌মিল্লার র‌্যাব- ১১
ও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গের এক যৌথ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।
বেলা ১২টা থে‌কে বিকাল সা‌ড়ে ৩টা পর্যন্ত চলা এ অ‌ভিযা‌নে র‌্যাব এর নিজস্ব গো‌য়েন্দা ত‌থ্যের ভি‌ত্তি‌তে প্রাপ্ত মেসার্স আবদুল্লাহ ফুড‌কে (জামাই-শ্বশুর সেমাই, চিপস, চানাচুর না‌মে বাজারজাত ক‌রে থা‌কে) অনু‌মোদনহীন চিপস ও চানাচুর তৈ‌রি এবং বি‌ভিন্ন ব্রান্ড না‌মে (‌যেমন প্রা‌ণের জি‌রো চিপস, ভুতু চিপস, হট‌ চানাচুর এ সকল না‌মের বিপুল প‌রিমাণ মোড়‌কের চাক জব্দ করা হয়) তা বাজারজাতকরণ একই সা‌থে অস্বাস্থ্যকর ও নোংরা প‌রি‌বে‌শে সেমাই তৈ‌রি এবং প্র‌সিদ্ধ ব্রান্ড না‌মে (যেমন বনফু‌লের লাচ্ছা সেমাই এ না‌মের বিপুল প‌রিমাণ মোড়ক জব্দ করা হয়)।
বাজারজাতকরণ এবং বিপুল প‌রিমাণ মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে প্র‌তিষ্ঠান‌টিকে ভোক্তা‌ অ‌ধিকার সংরক্ষণ আই‌নে ২,০০,০০০ (দু্ই লক্ষ) টাকা জ‌রিমানা ও জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক ব্যবস্থায় এ‌ জ‌রিমানা ক‌রেন। এ সময় র‌্যাব-১১ এর সি‌পি‌সি-২ এর কোম্পা‌নি কমান্ডার প্রণব কুমার এবং উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও পৌর স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর উপ‌স্থিত ছি‌লেন।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১