-
- Feature, অপরাধ, অর্থনীতি, আদালত, আন্তর্জাতিক, জাতীয়
- লাকসামে র্যাবের অভিযানে সেমাই ও নকল পণ্য বাজারজাত করার অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা!
- আপডেট: May, 16, 2019, 10:14 pm
- 761 View
লাকসামে র্যাবের অভিযানে সেমাই ও নকল পণ্য বাজারজাত করার অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা!
লাকসাম,(কুমিল্লা) প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম পৌর শহরের উত্তর কাদ্রা এলাকায় কুমিল্লার র্যাব- ১১
ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগের এক যৌথ অভিযান পরিচালিত হয়।
বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে র্যাব এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত মেসার্স আবদুল্লাহ ফুডকে (জামাই-শ্বশুর সেমাই, চিপস, চানাচুর নামে বাজারজাত করে থাকে) অনুমোদনহীন চিপস ও চানাচুর তৈরি এবং বিভিন্ন ব্রান্ড নামে (যেমন প্রাণের জিরো চিপস, ভুতু চিপস, হট চানাচুর এ সকল নামের বিপুল পরিমাণ মোড়কের চাক জব্দ করা হয়) তা বাজারজাতকরণ একই সাথে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি এবং প্রসিদ্ধ ব্রান্ড নামে (যেমন বনফুলের লাচ্ছা সেমাই এ নামের বিপুল পরিমাণ মোড়ক জব্দ করা হয়)।
বাজারজাতকরণ এবং বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২,০০,০০০ (দু্ই লক্ষ) টাকা জরিমানা ও জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম অধিদপ্তরের প্রশাসনিক ব্যবস্থায় এ জরিমানা করেন। এ সময় র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার প্রণব কুমার এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: