লাকসামে মৎস্য সপ্তাহ পালিত
‘‘মাছ চাষে গর্ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলমের সভাপতিত্বে ও ফিল্ড মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ইউনুছ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, খামার ব্যবস্থাপক মামুনুর রশিদসহ সাংবাদিক ও মৎস্যচাষীবৃন্দ।
আলোচনা সভা শেষে মাছ চাষে সফলতাকারী হুমায়ুন কবির ফরাজী, বেল্লাল হোসেন মেম্বার, রুস্তুম আলী, নূরে আলম নয়ন, সফিকুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।