লাকসামে মেয়ে সংক্রান্ত জেরদরে এক ট্রেইলার ব্যাবসায়ীর উপর হামলা!
এম এ কাদের অপুঃ
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বাজারে মঙ্গলবার দুপুরে মেয়ে সংক্রান্ত জেরদরে চন্দনা বাজারের টেইলার ব্যবসায়ী নিজাম উদ্দিন সুমন কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরনে জানাযায়, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য বিদায়ী এস.এস.সি. পরিক্ষাথী কে প্রেম সংক্রান্ত জের দরে পাশর্বতী উত্তরদা গ্রামের একটি ছেলের সাথে প্রেম করে দৌহিক সমর্পকের ঘটনা কে কেন্দ্র করে নিজাম উদ্দিন সুমন কে তার ব্যাবসায়ীক স্থলে দুপুর বেলায় ছেলের পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে জানাযায়। এ বিষয়ে স্থানীয় একটি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার খায়রুল ইমরান বলেন, ২৪ ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।
আহত সুমনের ভাই জানান, গত ১৮ই এপ্রিল বুধবার দিবাগত রাত ১১.৩০ মিনিটের সময় উত্তরদা কান্দিরপাড় গ্রামের মারুফের (ছদ্ম নাম) মেয়ে স্থানীয় উত্তরদা বিদ্যালয়ের ৯ শ্রেনীর মানবিক শাখার একটি মেয়ের সাথে লাকসাম উত্তর বাজারের শামীম নামক ব্যক্তির সাথে অনৈতিক কাজে হাতে নাতে ধরা খাওয়ায়, আহত সুমনের ভূমিকা ছিলো অন্যরকম, তারই ধারাবাহিকতায় অদ্য মঙ্গলবার দুপুর অনুমান ১২ ঘটিকার সময় শামীম ও তার দলবল সহ অজ্ঞাত প্রায় ১০/১২ জনের একটি দল সুমনের উপর আক্রমন করে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
এ ঘটনায় লাকসাম থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সুমনের পারিবারিক সূত্রে জানাযায়। এ ঘটনায় ৬নং উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ প্রতিবেদকে বলেন, “ভাই আমাকে এ বিষয়ে কেউ কোন কিছু জানায়নি, আমি কোন কিছু জানিনা”।
আরো পড়ুন: