লাকসামে মাত্র ১০০ টাকার জন্য খুন, খুনি আটক ।
এম এ কাদের অপুঃ
লাকসামে মাত্র একশত টাকার জন্য পৌর শহরের আলী আকবরের ছেলে নুরুল ইসলাম (১৯) নামের এক কিশোর নিহত হয়েছে৷
অভিযোগের ভিত্তিতে একই এলাকার পারভেজ হোসেন কালা (২০) নামের একজনকে আজ বুধবার (২৬ জুন) সকালে আটক করেছে পুলিশ।
জানা যায়, ১৫ জুন পাওনা ১০০ টাকা ফেরত চাইলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়৷ ঝগড়ার মধ্যেই পারভেজ (কালা) নুরুল ইসলামকে চুরিকাঘাত করে৷ পরে নুরুল ইসলামকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিলো৷ মঙ্গলবার
(২৫ জুন) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷
আজ বুধবার (২৬ জুন) সকালে খুনি কালাকে আটক করেছে পুলিশ।
কখন এই