লাকসামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়।
এফ.ওমর:
লাকসামের মুদাফ্ফর গন্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হোটেল ফার্মেসি কনফেকশনারিসহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালিত হয়। এই সময় উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃশাহাদাত হোসেন লাকসাম থানার এস আই মোঃকামালের নেতৃত্বে একটি পুলিশ টিম উপস্থিত ছিলো, অভিযানে দি গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে রং মিশ্রিত ২০টি মুরগী উদ্ধার করে স্পটে জনসম্মুখে ধ্বংস করা হয়। অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও এদিন মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ইন্টারন্যাশনাল ড্রাগ হাউজকে ৫,০০০ টাকা, ইকোনোমিক মেডিকেল ষ্টোরকে ২,০০০ টাকা, মুল্য তালিকা না থাকায় জনতা ষ্টোরকে ৪,০০০ টাকা এবং একই অভিযোগে লিটন পাল স্টোরকে ৪,০০০ টাকাসহ আজ মোট ৫টি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ৬৫,০০০ টাকা জরিমানা করে।জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে কর্মকর্তা আমাদেরকে নিশ্চিত করেন।