লাকসামে বাঁশ বাগান থেকে টিনের বাউন্ডারীতে আগুন।
এম এ কাদের অপুঃ
গত ২৪ এপ্রিল রোজ বুধবার দুপুর অনুমান ২ ঘটিকার সময় লাকসাম পৌরসভাধীন ৬নং ওয়ার্ড নবাব ফয়েজুন্নেছা কলেজের পিছনে বাঁশ ঝাড়ে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়।
স্থানীয় এলাকার জনগণ আগুন নিভানোর জন্য যতক্ষণে উপস্থিত হোন তার আগেই পাশে থাকা সেকান্দর আলীর টিন সেডের বাউন্ডারির মধ্যে আগুন লেগে সেকান্দর আলীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এব্যাপারে সেকান্দর আলী জানান, আমার ধারনা হয়তো কেউ ইচ্ছা করে এই আগুন লাগিয়েছে না হলে আমার বাউন্ডারির কেনো ক্ষতি হবে?
আমার এই ক্ষতি করে কার কি লাভ হলো আমি জানিনা, তবে হ্যাঁ আমি দেখবো কে বা কাহারা আমার এই ক্ষতি করলো আমি খোঁজে বাহির করার চেষ্টা করবো।
পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে এনেছে তাই যারা আগুন নিভিয়েছে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আরো পড়ুন: