লাকসামে পূর্ব শত্রুতার জের ধরে হামলা ২ মহিলা আহত
লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম পৌরশহরের উত্তর বিনই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনায় ২ মহিলা আহত হয়। আহতরা হলো হুমায়ারা বেগম (৪৭), হালিমা নূর রিমা (২০)। আহতদেরকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, গত শুক্রবার প্রতিবেশী মকবুল আহমেদ পরিবারের সাথে রফিকৃুল ইসলাম পরিবারের বাড়ীর ভিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। ওইদিন সকাল ১০টার দিকে মকবুল আহমেদের নেতৃত্বে তার পরিবারের লোকজন রফিকুল ইসলামের বসত ঘরে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। এতে রফিকুল ইসলামের স্ত্রী হুমায়ানুর কে পিটিয়ে জখম করে। তাকে বাচাঁতে এগিয়ে আসলে তার মেয়ে হালিমা নূর রিমাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এসময় ঘরের ভিতর আসবাবপত্র ভাংচুর করে। এই ঘটনায় গতকাল আলাউদ্দিন বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে কুমিল্লার আদালতে মামলা দায়ের করে।