লাকসামে পারিবারিক বিরোধের জেরে সহোদর ভাইকে পিটিয়ে জখম
লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে পারিবারিক বিরোধের জেরে সহোদর ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১ জুলাই) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামে। এ ঘটনায় লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইরুয়াইন দক্ষিণপাড়ার মোখলেছুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের সাথে তার বড় ভাই মিজানুর রহমান ও শাহ আলমের পারিবারিক বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার দুপুরে আকস্মিক ভাবে সপরিবারে জাহাঙ্গীরের বসত ঘরে ডুকে তাকে একা পেয়ে তার উপর হামলা চালায় মিজানুর রহমান ও শাহ আলম। জাহাঙ্গীরকে লাঠিসোটা ও বেল্ট দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে। এক পর্যায়ে তার স্ত্রী এসে বাধা দিলে হামলাকারীরা তাকেও মারধর করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে তাদের শোর-চিৎকারে বাড়ির লোকজন আসতে শুরু করলে হামলাকারীরা চলে যায়। আহত জাহাঙ্গীর আলমকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে তার স্ত্রীর মারফত লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ প্রেরণ করে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন লাকসাম থানান উপ-পরিদর্শক বেলাল হোসেন।
আরো পড়ুন: