লাকসামে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
জসিম উদ্দিন ভূঁইয়াঃ
রাজধানী ঢাকাসহ সারাদেশে যখন ডেঙ্গু প্রতিরোধে ব্যস্ত তখন লাকসাম থানা পুলিশ ও কোন ভাবেই পিছিয়ে নেই এই প্রতিরোধী অভিযানে।
রবিবার দুপুরে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিনের নেতৃত্বে লাকসাম থানার থেকে একটি ডেন্নগু প্রতিরোধী পরিষ্কার পরিচন্নতা অভিযান পরিচালনা করেন এবং এই উপলক্ষে একটি র্যাললী বাহির করে লাকসাম শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে আমরা লাকসামবাসী ও সোচ্চার হয়ে এক সাথে কাজ করে যাচ্ছি যাতে করে কোন লোক ডেঙ্গুর মত ভয়ানক রোগে আক্রান্ত না হতে পারে।
পুলিশের এই উদ্ধোগকে সাধুবাদ জানান লাকসাম এলাকার সর্বস্তরের জনগন।