লাকসামে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু!
সাইফুল ইসলাম,লাকসাম,(কুমিল্লা) প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার সকাল অনুমান ১০ টা: ৩৮ মিনিটের সময় কুমিল্লার লাকসাম উপজেলার চন্দনা বাজার নামক রেললাইনে নোয়াখালী এক্সপ্রেস লাকসাম গামী ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার ঘঠনাস্থলে মৃত্যু।
ঘটনার বিবরনে জানাযায়, নিহতের বাড়ী উপজেলার নরপাটি গ্রামের মরহুমের ওয়ালি উল্যাহ’র ছেলে মো: জিল্লুর রহমান ওরুপে মনু ভান্ডারী (৭৫)।
মনু ভান্ডারী উপজেলার চন্দনা পন্ডিত বাড়ীতে নাতিনের বিয়েতে বেড়াতে আসেন এবং নাতিনের বিয়ের খরচ পাতি নিয়ে আসেন, এর পর হঠৎ বাজারের উদ্যোশে ফিরার পথে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনার স্থলে মারাযায়।