লাকসামে খোরশেদ আলম সুরুজের মৃত্যুবার্ষিকী পালিত!
সাইফুল ইসলাম,লাকসাম,(কুমিল্লা) প্রতিনিধি:
৬ আগষ্ট মঙ্গলবার কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ, বৃহত্তর লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুরুজের ২৫ তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, শোক র্যালী, কবর জিয়ারত, ফুল দিয়ে শ্রদ্ধা, কোরানখানী ও মিলাদ-মাহফিলসহ দিবসটি পালিত হয়েছে।
ওইদিন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ-মাহফিল, দৌলতগঞ্ বাজারে এক শোক র্যালীর আয়োজন করা হয়। মরহুমের নিজ বাড়ী গাজীমুড়ায় পরিবারের পক্ষ থেকে সকালে কোরানখানী, মিলাদ-মাহফিল ও ভুরিভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, মরহুমের ছোট ভাই তাবারক উল্লাহ কায়েস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, আলহাজ্ব মোশারফ হোসেন মজু:, পৌর প্যানেল মেয়র-২ আবুল আলিম দিদার, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, উপজেলা যুবলীগ সদস্য মোঃ মনির হোসেন উপজেলাং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্যঃ মরহুম খোরশেদ আলম সুরুজ ১৯৯৪ সালের ৬আগষ্ট হৃদযন্ত্রে ক্রিড়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বৃহত্তর লাকসাম উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।