কুমিল্লা জেলার লাকসাম ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া আনোয়ারা অটো রাইস মিলের পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক, লাকসাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগের অভিভাবক হাজ্বী আহসানুল আলম খোকন আজ মঙ্গলবার সন্ধা ৯ঃ৩০ মিনিট এর সময় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন।
কিছু দিন আগে উনার ফ্যামেলি থেকে যানতে পারি উনি অসুস্থ কিডনি ডাইলোসিস করাতে হবে।
উনি বেশি একটু অসুস্থ হয়ে পড়লে। উনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান । এবং ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করানোর পরে লাইফ সাপোর্ট দেওয়া হইছে।
পরে মৃতের পহর গুনতে, গুনতে মৃত নাম শব্দের সাথে যুদ্ধ করে। অবশেষে চিরকাল এর জন্য বিদায় নিলেন সবাই কে কাদিয়ে।
উনার নিজ গ্রামের মানুষ উনাকে দানবীর হিসেবে চিনেন। সাতবাড়িয়ার এমন কোনো মানুষ নেই যে উনি উপকার করেননি। টাকা দিয়ে হোক, কথা দিয়ে হোক সবার সুখে ও দুঃখে নিজেকে বিলিয়ে দিতেন।
আজ তার মৃতে পুরা গ্রাম-বাসী ভেঙে পড়ছেন । সত্যি কিছু মানুষ এমনি হয় নিজে মরে যায় ঠিক কিন্তু নিজের কর্মদারা সবার মাঝে বেঁচে থাকেন অন্তকাল। আর তিনিও এমন একজন মহত ব্যাক্তি। যা সবার মুখে, মুখে থাকবে হাজ্বী খোকন দানবীর ।
আমরা বিবিসি ২৪. কম এর পক্ষের থেকে গভীর শোক বার্তা যানায়। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমিন।
আরো পড়ুন: