র্যাব-৭ এর অভিযানে চট্টগ্রামে তিনটি ক্লাবের জুয়ার সামগ্রী জব্দ।
মহিনউদ্দিনমিয়াজি:::চট্টগ্রাম
চট্টগ্রামে একযোগে তিনটি ক্লাবে অভিযান চালিয়েছেন র্যাব-৭। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের হালিশহরে অবস্থিত চিটাগাং আবাহনী ক্রিড়া চক্র, আইস ফেক্টরী রোড়ের মুক্তিযোদ্ধা সংসদ ক্রিড়া চক্র ও সদরঘাট রোডের চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাবের এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অভিযানে জুয়াড়ি কাউকে পাওয়া যায়নি। তবে ক্লাবগুলোর বিভিন্ন কক্ষে তাস খেলার কার্ড, ক্যাসিনো চিপস ও জুয়া খেলায় ব্যবহৃত বিশেষ ধরণের টেবিল জব্দ করা হয়।
সন্ধ্যা ৭ টা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত র্যাব হেডকোয়াটার্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়৷
অভিযান শেষে র্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কার্যালয়ে অভিযান চালানো হয়। কার্যালয়গুলোতে কাউকে পাওয়া যায়নি। দুইটি ক্লাবের কার্যালয় থেকে বেশ কিছু জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আবাহনী লিমিটেডে অভিযান পরিচালনা করা হয়।
এর আগে অভিযানে দেখা যায় আইসফেক্টরী রোডের মুক্তিযোদ্ধা ক্রিড়া সংসদের ক্লাবের অভ্যন্তরে সবগুলো কক্ষের ফ্লোর পানিতে ভর্তি ছিলো৷ ধারণা করা হচ্ছে রাজধানীতে অভিযানের পর এই ক্লাব থেকে জুয়া খেলার সরঞ্জাম সরিয়ে ফেলার পাশাপাশি আলামত নষ্ট করে ফেলা হয়েছে৷ তবে র্যাব সদরঘাটের সাবেক লায়ন সিনেমা হলের পাশের একটি জায়গা থেকে এই ক্লাবের টেবিল গুলো উদ্ধার করে৷ ক্লাবের দেয়ালে জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সাথে ঝোলানো ছিলো বিভিন্ন ধরনের খেলার নিয়মাবলি৷
সদরঘাটের চট্টগ্রাম মোহামেডান ক্লাবে কাউকে পাওয়া না গেলেও এখানেও মিলেনে বেশ কিছু তাস খেলার সরঞ্জাম৷