রোহিঙ্গা সাদিয়া মনি ইয়াবা ও পতিতা সরবরাহের মূল ডিলার।
স্টাফ রিপোর্ট উখিয়াঃ বিবিসিবার্তা২.কম
কক্সবাজার শহরের কলাতলির বিভিন্ন কটেজে পতিতা ও ইয়াবা সরবরাহের মূল ডিলার সেই আলোচিত সমালোচিত পুরাতন রোহিঙ্গা নারী সাদিয়া আক্তার মনি।
সে সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত প্রায় হোটেলে পতিতা সরবরাহ করে।
কলাতলি বিভিন্ন কটেজে কক্সবাজার পুলিশের অভিযানে আটক হওয়া ৫৭ জন পতিতার মধ্যেও প্রায় রোহিঙ্গা পতিতা ও সাদিয়ার সহসর বলে জানা গেছে।
সুত্রে জানা যায়, রাজু দালালের হাত ধরে কক্সবাজারের বিভিন্ন হোটেলে সাদিয়া মনির পতিতাবৃত্তি /ইয়াবা ব্যবসায় সফল।তার হাত ধরেই আয়ত্ব করে নেয় এই ব্যবসা। পুরো কক্সবাজার এলাকার যুব সমাজ নষ্টের মুলহোতা এই সাদিয়া আক্তার মনি ও দালাল রাজু।
কটেজে অভিযান চালিয়ে পতিতা আটকের পর,দালাল সাদিয়া মনি ও রাজুর মাঝে আতংক বিরাজ করে,তারা গাঁ ঢাকা দিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানায়, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নাই, সে যেই হোক। কলাতলিতে অভিযুক্ত কটেজগুলোতেও শীঘ্রই অভিযান চালানো হবে।