এম এ কাদের অপুঃ ঢাকা-নোয়াখালি রেল লাইনের লাকসাম বাজার রেল গেইটের গেইট ম্যান থাকলেও গেইট ম্যানের বিশ্রামাগারটি স্থানীয় ব্যবসায়ীদের দখলে আছে প্রায় ৮ বছর যাবত। দৌলতগঞ্জ রেলওয়ে ষ্টেশনে প্রবেশ মুখে অবস্থিত এই ঘরটির ভিতরে দেখা যায় সেখানে বিভিন্ন ফল ব্যবসায়ীদের মালামাল, পান বিক্রেতার পান ভর্তি ডালা ও পান বিক্রেতা কে দেখা যায়।
পাশেই রেল লাইনের উপরে এতিমের মত বসে বসে মোবাইল চালাচ্ছিলেন গেইট ম্যান সালেহ আহমেদ কে।
গেইটম্যান সালেহ আহমেদ জানান, ভাই এখানে নেতাদের জ্বালায় বসা যায়না, এইজন সেইজনের মালা দিয়ে ভর্তি কক্ষটির কথা জিজ্ঞেস করায় সালেহ আহমেদ জানান, আমার কিছুই করার নাই ভাই, আমি নিজেই নিরুপায় হয়ে আছি। এই নেতা সেই নেতার লোক বলে মালামাল রাখছে, আমি কিছুই বলতে পারিনা।
এ ব্যাপারে লাকসাম দৌলতগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার এম এ মান্নান জানান, এই ঘরটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নেওয়া হবে তাই তেমন গুরুত্ব দিচ্ছিনা। আমার জানামতে এখানে দিনের বেলায় কেউই কোন মালামাল রাখেন না রাতের বেলায় রাখেন বলেও তিনি জানান।
প্রশ্ন হলো, তিনি যদি যেনেই থাকেন যে রাতের বেলায় সরকারী ঘরে অবৈধ ভাবে মালামাল রাখছেন ব্যবসায়ীরা তাহলে কেনো কোন ব্যবস্থা নিলেন না অতিরিক্ত কিছু পাওয়ার আশায় নয়তো?
আরো পড়ুন: