রুপসী বাংলাঃ—
[ তানভীর রেজা]
নীল আকাশে,হিমেল বাতাসে,
পাখিদের কলকলানি,
আর সবুজ ঘাসে,
চায় মন হারিয়ে যেতে,
আমার এ বাংলার বুকেতে।
আহা! কিনা চমৎকার,
কত না রুপেরো বাহার,
প্রকৃতির খেয়ালে আকা,
এই রুপসী বাংলার।
কত না নদী আর, কত না পাহাড়,
কত রুপে ছড়াছড়ি,
এই প্রকৃতি কন্যার।
যে দিকে চোখ যায়…
চেয়ে শুধু দেখি হাই,
স্বপ্নে পুরা সবুজে ঘেরা,
আমার এ রুপসী বাংলা।