March 28, 2023, 1:29 am

#
ব্রেকিং নিউজঃ
লালমাইয়ে জুতা পায়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলকে ইউএনও!বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাস্তার স্পীড ব্রেকার ভাঙ্গায় জনস্বার্থে বাধা প্রদানে মেম্বারকতৃক সাংবাদিক লাঞ্চিত ও হত্যার হুমকী।

রাস্তার স্পীড ব্রেকার ভাঙ্গায় জনস্বার্থে বাধা প্রদানে মেম্বারকতৃক সাংবাদিক লাঞ্চিত ও হত্যার হুমকী।

এম এ কাদের অপু:

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ টু বাউরতলা সড়কের বাউরতলা নামকস্থানের মেড়ের স্পিড ব্রেকার ভাঙ্গার কাজে বাঁধা প্রদানে মুদাফরগঞ্জ ২নং উত্তর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন দেলু সাংবাদিক ও মানবাধিকার কর্মকর্তা আমজাদ হোসেনকে লাঞ্চিত ও হত্যার হুমকী প্রদান করেন। গতকাল দুপুর ৩ ঘটিকায় ইউপি মেম্বারের ভাতিজা মাসুদ স্পিড ব্রেকারটি ভাংতে দেখে তাকে বাঁধা প্রদান করলে সে জানান মেম্বারের নিদর্শনায়য় আমি এটি ভাংছি। বিগত দিনে উক্ত স্থানে বহু দূর্গটনা ঘটেছে। তাই দূর্ঘটনার কথা চিন্তা করে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। সে বলেছে তাহা ভাংঙ্গার ফলে যদি কোন লোকজন আহত ও মৃত্যবরন করে তার দায়ভার মেম্বার নিবে। বিষয়টি আমি মেম্বারকে অবহিত করলে তিনি আমার সাথে উত্তজিত হয়ে গাল মন্ধ করে এক প্রর্যায়ে বলেন তার কাজে বাঁধা প্রদান করলে এই এলাকায় তো দূরে থাক পৃথিবীতে থাকতে দিবোনা। বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে তার ছেলে সুজন পরিচয়ে আমার মোবাইলে ঢাকা হতে ফোন করে আমার অবস্থান জেনে আমাকে হত্যার হুমকী প্রদান করে। তার ২০ মিনিট পর আনুমানিক ৫:০০ টার দিকে দেলোয়ার মেম্বার ও তার ভাতিজা মাসুদসহ ৩০/৪০ জন লোকসহ দা, চুরি,চাপাতি,লাঠি নিয়ে আমার বাড়ি ঘেড়াও করে আমাকে বাসা থেকে বের করে নিয়ে যেতে জোরা জেরি করছে। আমার পরিবারের লোকজন এবং প্রতিবেশিরা এসে আমাকে রক্ষা করে। পরে আমাকে যেখানে পাবে সেখানে আক্রমন করবে নতুবা আমার পরিবারকে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন। সেই মুহত্বে আমার ব্যবহৃত ল্যপটপ, ক্যামেরা ভেঙ্গে পেলে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকতা ও জেলা প্রশাষক, পুলিশ সুপার মহোদয়কে গতকাল মেইলের মাধ্যমে অবহিত করা হয়।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১