রাতভর পৃথক অভিযানে ডিমলায় মানবতাবিরোধী অপরাধের ৭ আসামী গ্রেফতার —————-
মোঃ মনজুরুল হাসান, ডিমলা উপজেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় গতকাল রাতভর পৃথক অভিযানে মানবতাবিরোধী অপরাধের আভিযুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ একরামুল হক (৭৮) পিতা- মৃত ইব্রাহীম মুন্সী, সাং খালীশা চাপানী, ২। মোঃ আঃ সাত্তার (৭৯) পিতা- মৃত সাহাদাত উল্লাহ, সাং- দক্ষিন তিতপাড়া, ৩।মোঃ আঃ খালেক (৭১), পিতা- মৃত আঃ হাকিম, সাং দক্ষিন সুন্দরখাতা, ৪। মোঃ মোকলেছার রহমান ওরফে খোকা (৭৬) পিতা- মৃত বক্তার উদ্দিন,সাং গয়াবাড়ী ৫। মো. শহিদুল্লাহ সরকার (৭০) পিতা- মৃত কছিম উদ্দিন সরকার, সাং গয়াবাড়ি উকিল পাড়া, ৬। মোঃ নুরুল হক (৬৫) পিতা- মৃত নফির উদ্দিন, সাং বাবুর হাট, ৭। মোঃ শাহাদাৎ হোসেন (৬৮) পিতা- মৃত- হাতেম আলী, সাং- বাবুর হাট (কাউসার মোড়)। ডিমলা থানা সূত্রে জানা যায় যে, উপরোক্ত আসামীরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানসহ এদেশের সাধারণ মানুষজনকে পাকিস্থানি হানাদার বাহিনী দ্বারা নানাভাবে হয়রানি ও মানবতাবিরোধী অপরাধ করায় আসামীগণের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার ২০/১১/২০১৭ ইং তারিখ কম্পপেইন রেজিষ্টার নং- ০৮ এ একটি মামলা দায়ের করে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ্যক্টের ৩(২) ধারা মোতাবেক তদন্ত চলছে।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থানসহ এদেশের সাধারণ মানুষজনকে পাকিস্থানি হানাদার বাহিনী দ্বারা নানাভাবে হয়রানি ও মানবতাবিরোধী অপরাধ করায় আসামীদের বর্তমানে ডিমলা থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরনের প্রক্রিয়া চলছে।
আরো পড়ুন: