রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকার কাজ করছে:এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম
এম এ কাদের অপু/ জহিরুল ইসলামঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি সমস্যা । এ সমস্যা নিরসনে সরকার কাজ করছে।
জলাবদ্ধতা সমস্যা বর্তমানে যথেষ্ঠ কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দায়িত্ব নিয়ে সবাই কাজ করলে এ সমস্যা থেকে আমরা পুরোপুরি বের হয়ে আসতে পারবো।’
এলজিআরডি মন্ত্রী সোমবার বিকেলে রাজধানীর রমনায় বাঙলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সেমিনার কক্ষে আইইবি’র ঢাকা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা মহানগরীর জলাবদ্ধতার কারণ ও তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ” শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ।
সেমিনারে বক্তারা তারা বলেন, ঢাকা মহানগরীর জলাবদ্ধতার জন্য কারিগরী ও প্রাতিষ্ঠানিক কারণ ছাড়াও দেশের আর্থ-সামাজিক অবস্থা দায়ী। তারা বলেন, এ অবস্থার উত্তরণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে একটি রেগুলেটরী ফ্রেমওয়ার্ক করে দিলে বিভিন্ন দপ্তর/সংস্থার মধ্যে সমন্বয় সহজ হবে।
আমরা মনে করি, সমস্যার প্রকৃতির উপর নির্ভর করে সমাধানের ওপর জোর দিলে উক্ত সমস্যা সমাধান করা সম্ভব ।
আরো পড়ুন: