রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধিঃ
রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চর লক্ষী গ্রামের বন থেকে রাসেল ফরাজী (২১) নামের এক যুবকের যুলন্ত মরা দেহ উদ্ধার করাছ পুলিশ গতকাল রবিবার দুপুরে চর মোন্তাজ ইউনিয়নের চর লক্ষী গ্রামেঐ ঘটনা ঘটে নিহত রাছেলঐ গ্রামের বেল্লাল ফরাজির ছেলে নদীতেগিয়ে টলার নিয়ে মাছ ক্রায় করা শ্রমিক হিসাবে কাজ করা ছিল তার পেশা সুএে জানাযায় দুই মাস আগে রাছেল বিয়ে করে কিছু দিন ধরে কাজে যেতে তার অনীহা শুরু হয় । এ নিয়ে রাসেলকে পরিবারের পক্ষ থেকে কাজে যেতে চাপ দেয়া হচ্ছিল শনিবার রাতে যগাড়যাটি হয়। স্থানীয়রা জানান পরিবারের কথা মতো নিজেদের খাওয়ার জন্য রবিবার সকাল (১০ টায় মাছ ধরার কথা বলে ঘর থেকে বের হয়ে যান রাসেল কিন্তু সে জাল নেয়নি শুধু রশি নিয়ে মাছ ধরতে যান তাহাতে পরিবারের সন্দহ হয় একপর্যায় রাসেলকে খোযা খূযি শুরু করেন পরিবারের লোকজন। পরে দুপুরে বাড়ী থেকে এক কিলোমিটার দুরের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত তাকে পাওয়া যায় খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ গিয়ে মরা দেহটি উদ্ধার করে।পরিবার বলছে রাসেল এর ভুতের আছর ছিল।মাঝে মধ্যে উল্টা পাল্টা কথা বলতেন নিজের হাতে নিজে ব্লেড দিয়ে কাটত। এ ব্যাপারে রাঙ্গাবালী চর মোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ মিজান বলেন ঘটনাস্থন থেকে মরাদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটূয়াখালী মর্গে পাঠানো হয়েছে খোঁজ খবর নিয়ে যতটুকু জেনেছি অনেক দিন ধরে মাথায় একটু সমস্যা ছিল ধারনা করছি সে নেশাগ্রহস্থ ছিল।
আরো পড়ুন: