রহস্যজনক ঘটনা হয়ে দাড়ালো সুখীর হত্যাকান্ড!
মোঃ আবু রায়হান (চাঁদপুর জেলা প্রতিনিধি)
চাঁদপুর জেলার অন্তরগত শাহরাস্তির ওয়ারুক পাটওয়ারী বাড়ীর; মৃত ইউসুফ পাটওয়ারীর ছেলে প্রবাসী তৌকির হোসেনের স্ত্রী জান্নাতুন নাঈম সুখীর গত ১১/০৮/২০১৯ ঈদুল আজহার আগের দিন বিকাল বেলা রহস্যজনক ভাবে মৃত্যু হয়।
এ ঘটনায় এক-ই গ্রামের হারুন পাটওয়রীর ছেলে হাছানকে তাদের পূত্রবধূকে কূটক্তি করা ও এ ঘটনার জন্ম দেওয়ার জন্য মামলা দায়ের করে তৌকিরের হোসেনের পরিবার।
এ ঘটনা সাপেক্ষে পুলিশ হাছান
বা কাউকে আজও গ্রেপ্তার করতে পারেনি।
সূখী ও তৌকিরের পরিবার একই ইউনিয়নের বাসিন্দা ; ইউ পি চ্যায়ারম্যান মেম্বার সহ এলাকার কিছু দলীয় নেতারা সুখীর স্বামীর পরিবারকে মামলা তুলে নেওয়া হুমকি দেয়; আর সূখীর বাবা-মা কে মামলা না দেওয়ার হুমকি দেয় মানবাদিকার কমিশনের সাংবাদিক।
★★★সুখী হত্যার রহস্যজনক দিক…..!
#অজুহাত স্বরুপ তার শাশুরী তাকে মার্কেটে নেয় নি!
#ঝুলন্ত লাশকে প্রশাসন কিংবা পরিবারকে না জানিয়ে নামাবে কেন?
#তাকে হাসপাতালে কে বা কারা নিয়েছে এ বিষয়ে কেউ কিছু বলতে চায় না! কারো বর্ণনা মতে হাছানের পরিবার।
#হাসপাতালে নেওয়ার পর তারা পালালো কেন?
# বাড়ীর লোকদের বর্ননা মতে সে হাটু গেড়ে ঝুলে ছিল; এভাবে কি ফাস দিয়ে আত্মহত্যা করা যায়?
# তার জ্বিহবা বের হয়নি চোখও স্বাভাবিক ছিল; এবং ঠোটের কিছুটা উপরে কাল দাগ ছিল!
#গলায় কোন ফাস দেওয়ার দাগ ছিল না!
সর্বপরি সুখীও তৌকিরের পরিবার আর এলাকাবাসীর প্রানের দাবী নিরপেক্ষভাবে সরকারী বিশেষ সহায়তায় প্রশাসনিক ব্যাবস্থার মাধ্যামে সূখী হত্যার মূল হত্যাকারী বেরিয়ে আসুক।
আরো পড়ুন: