রমজান উপলক্ষে সরকারী চাকুরীজীবীদের কর্মঘন্টা বেধে দিয়েছে সরকার!!
কিন্তু পুলিশের কর্মঘন্টার জন্য কি দিলো????
১২+ ঘন্টা বেড়ে দ্বিগুণ হতে পারে,
সাথে যুক্ত হবে মার্কেট নামক আরেকটা ডিউটি,,
বাস টার্মিনাল ও লঞ্চঘাটে বিশেষ ডিউটি,,
নিয়মিত ডিউটি তো আছেই তার ওপর বেধে দেওয়া ডিউটি!!!
আর এ মাসে ছুটি তো সোনার হরিন,,,
কর্মঘন্টা বেধে দেয়া লোক গুলো পরিবারের সাথে নতুন জামা কাপড় পরে ঈদ করবে।।
আর কর্মঘন্টাহীন মানুষগুলো শরীরে বুলেটপ্রুফ,,হেলমেট,,ও সেই পুরনো পোষাকটা পরে এদের নিরাপত্তা দিবে।
সেহরি-ইফতার সেতো রাস্তায়ই করতে হবে।
আর সেই মানুষগুলো কিছুক্ষণ পরেই বলবে পুলিশ খুবই খারাপ!!!
আবেগ দিয়ে না ভেবে একটু বিবেক দিয়ে ভেবে দেখবেন।।
দায়িত্ববোধের কথা বলেন,, বাংলাদেশে দায়িত্ব শুধু কি পুলিশের??
আর কি কারো দায়িত্ব নেই???
একজন পুলিশ সদস্য একেকটা জ্বলজ্বলন্ত ইতিহাস,,,
তারাই বুঝে জীবনের আসল মানেটা কি!!
তারাই বুঝে ত্যাগ ও ঝুকি শব্দটা কি!!
তারাই বুঝে কিভাবে নিজের সুখ বিসর্জন দিতে হয়!!
কিভাবে একটা উৎসবের আনন্দ থেকে নিজেকে সরিয়ে রাখতে হয়।
হাতের পাচঁ আঙ্গুল এক রকম না,,
ভুলত্রুটি সবার মাঝে বিদ্যমান।
তবুও কর্মঘন্টাহীন মানুষগুলো পৃথিবীর বুকে আলাদা একটা প্রানী,,
আলাদা একটা মেশিন এবং যে সরকার ই ক্ষমতায় আসুক না কেনো তারাই মেশিন টি নিরলস ভাবে ব্যবহার করে!!
তবে তারা কেউ বোঝেনা এরা রোর্বট সুফিয়া না,,
এরা রক্তে মাংসে গড়া মানুষ!!
এদের ও জীবন আছে!!!!!!!!