মেঘনা বিভাগের নামে
হায়াত মাহমূদ জাকির
মেঘনার পাড়ে কার বাড়ি
জানেন কি ভাই কেউ?
খুনি মোশতাকের বাড়ীর পাশে
বয়ে চলছে মেঘনার ঢেউ।
বঙ্গবন্ধুর খুনি মোশতাক
বাড়ি মেঘনার পাড়ে,
মেঘনা নামের উচ্চারণে
খুনির নাম মনে পড়ে।
খুনির এলাকা হয়েছে উজ্জ্বল
মেঘনা বিভাগের নামে,
কুমিল্লা হলে চেপে যেতো খুনি
থাকতো না ইহধামে।
বিদেহী আত্মা বঙ্গবন্ধুর
কষ্ট পেতে পারে,
খুনীর বাড়ীর নদী যখন
বিভাগের নাম ধরে।
কতো লেখক কতো কবি
গেয়ে গেছে গান,
কুমিল্লা নামে বিভাগ করে
রাখেন যেন সম্মান।
হলো না কুমিল্লা হয়েছে মেঘনা
খুশি হলো খুনীর দল,
মেঘনার জলে ভেসে গেলো আজ
খুনীর বিরোধী দল।
মেঘনার নামটি লয়ে এখন
ফেনা তোলো মুখে,
খুনের দায়ে বিজয়মাল্য(!)
চাহিয়া বিশ্ব দেখে।