মুয়াজ্জিন
দিদারুল ইসলাম সুমন
তোমার মুখে আযানের ধ্বনি,
কতযে মধুর লাগে,
এই ধরনীর শ্রেষ্ট সুর,
তোমার কণ্ঠেই বাঁজে।
দিনের শুরুতে পাপিয়ার গান,
কর্ণকুহরে বিঁধে ও ভাই,
তোমার কণ্ঠে কোকিলের স্বর,
ঘুম চোখে মোর সাজে?
আল্লাহু আকবার,
আল্লাহু আকবার,
এ মধুর সুর মুয়াজ্জিনের কণ্ঠে বাঁজে।
সুর শুনিয়া মসজিদে যাই নামাজ পড়িতে!
তুমিই মানুষ,তুমিই শ্রেষ্ট,
তুমিই বিশ্ব বক্তা তোমার মুখেই উচ্ছারিত হয়
,জগৎ শ্রেষ্ট বক্তিতা।
আরো পড়ুন: