মুনিরীয়া যুবতবলীগ কমিটির সকল কর্মকা- নিষিদ্ধের দাবিতে মানববন্ধন
রাউজান স্বঘোষিত পীর মুনির উল্লাহসহ তার উগ্রপন্থী সমর্থকদের গ্রেফতার এবং সন্ত্রাসী-জঙ্গি কর্মকান্ডের দায়ে মুনিরীয়া যুবতবলীগ কমিটির সকল কর্মকা- নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছেন রাউজানের শতাধিক প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থী।
৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বেলা ২টা হতে ৩টা পর্যন্ত ৩টি বিশ্ববিদ্যালয় কলেজ, ৩টি স্নাতক কলেজ, ৩টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৪টি স্কুল এন্ড কলেজ, ২টি কামিল মাদ্রাসা, ৪টি ফাজিল মাদ্রাসা, ৪টি আলিম মাদ্রাসা, ১২টি দাখিল মাদ্রাসা, ৫টি এমপিও বিহীন দাখিল মাদ্রাসা, ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় (সহপাঠ), ৩টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্ব-স্ব প্রতিষ্ঠানের সম্মুখে এই মানববন্ধন রচিত করেন।
চট্টগ্রাম-কাপ্তাই সড়ক, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, দোস্ত মোহাম্মদ সড়ক, আদুদিয়া সড়ক, শফিকুল ইসলাম চৌধুরী বেবী সড়ক সহ উপজেলার প্রতিটি অভ্যান্তরিণ সড়কে শিক্ষার্থীরা ভন্ডপীর মুনিরুল্লাহ ও তার সংগঠন মুনিরীয়া যুবতবলীগ কমিটি নিষিদ্ধের দাবী সম্বলিত প্লেকার্ড, পেস্টুন হাতে নিয়ে মনববন্ধনে অংশ নেন।
তারা আরো জানান, মুনিরীয়া যুবতবলীগ কমিটির উগ্র সমর্থকরা অতীতের ন্যায় তাদের জঙ্গি কর্মকান্ডের মাধ্যমে ফজলে করিম চৌধুরীর শান্তির রাউজানকে অশান্ত করার পায়তারা করেছিলেন। তাদের ভন্ডামির মুখোশ উন্মোচিত হওয়ায় তারা এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে রাউজানের জননন্দিত সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সম্মানিত ব্যক্তিবর্গদের নামে কুৎসা রটনা করেছেন। তাদের এই হীন কর্মকান্ডের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা মুনিরীয়া যুবতবলীগ কমিটিকে জঙ্গিবাদে উদ্বুদ্ধকারী সংগঠন আখ্যা দিয়ে তাদের সকল কর্মকান্ড নিষিদ্ধের জোর দাবী জানান।
শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি প্রকাশ করেন দীর্ঘ পাঁচ মাস ধরে মুনিরীয়ার জঙ্গি কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও সংগঠনটি নিষিদ্ধের দাবীতে আন্দোলনরত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনে গিয়ে সংহতি প্রকাশ করতে দেখা গেছে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, যুবলীগ নেতা জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন খান, কাজী ইকবাল, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহজাহান, কাজী ইকবাল, সাইফুল ইসলাম চৌধুরী রানা, ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরু, জসিম উদ্দিন চৌধুরী, বাবুল মিয়া মেম্বার, মুছা আলম খান, আহসান হাবিব চৌধুরী, ছাত্র নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াৎ হোসেন পিপলু, মো. সালাউদ্দিন, মো. আসিফসহ আরো অনেকেই।
আরো পড়ুন: