মিথ্যা সংবাদ প্রকাশ করায় দুটি ভুয়া অনলাইন টিভি ও প্রতারক চক্রের বিরুদ্ধে আদালতে মামলা ———-
সঠিক তথ্য প্রমান বিহীন মিথ্যা সংবাদ প্রকাশ করায় ভুয়া অনলাইন sntv.com এর সম্পাদক ও প্রকাশক মোঃ আবু সাহিদ ও ctgcrimenews.tv চেয়ারম্যান আজগর আলী মানিক, পতিতা ও মাদক ব্যবসায়ি নাজমুল হুদা রাফি এর বিরুদ্ধে গত ২৬ মে চট্টগ্রাম সি এম এম আদালতে মানহানি মামলা করেছেন ইফতেখারুল করিম চৌধুরী নামক এক ভুক্তভোগী। সি আর মামলা নং ১১৭৭/২০১৯ ইং চট্টগ্রাম। ইফতেখারুল করিম মামলার এজাহারে বলেন সঙবদ্ধ মাদক ব্যবসায়ী, পতিতা ও প্রতারক লিমা আকতার(৩৩), নাজমুল হুদা রাফী(২৮) এর বিরুদ্ধে নিজ fb ওয়ালে একটি নিউজ প্রকাশ করিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার মানহানী ও অার্থিক ক্ষতি করার মানসে তাদের অবৈধ কর্মকান্ডের সহযোগী ভুয়া অনলাইন sntv.com এর সম্পাদক মোঃ আবু সাহিদ ও ctgcrimenews.tv এর চেয়ারম্যান আজগর আলী মানিক এর সাথে আঁতাত করে আমাকে জড়িয়ে একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশ করে। ইতোপূর্বে ctgcrimenews.tv চট্টগ্রামের পটিয়া থানার ওসি নিয়ামতউল্লাহর বিরুদ্ধেও একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে এবং পরবর্তিতে পটিয়া থানায় চাঁদাদাবী করতে গেলে ctgcrimenews.tvর কয়েকজন সাংবাদিককে পুলিশ হাতেনাতে ধরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করে। যার মামলা এখনো চলমান রয়েছে। এ মামলায় ctgcrimenews.tv চেয়ারম্যান আজগর আলী মানিক ও আসামি। এব্যাপারে ইফতেখারুল করিম চৌধুরী বলেন পতিতা লিমা আকতার, মাদক ব্যবসায়ি নাজমুল হুদা রাফি এবং তাদের সহযোগি এস এন টিভি ডট কম এর সম্পাদক মোঃ আবু সাহিদ, সিটিজি ক্রাইম নিউজ ডট টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক অবৈধ প্রভাব বিস্তার বিস্তার করিয়া অপরের সম্মান নষ্ট ও অবৈধ অর্থ অর্জনে সর্বদা সচেষ্ট থাকে। তারা অপরের অর্থ আর্তসাৎ ও সম্মানহানি করার মানসে বিভিন্ন অপরাধীদের সাথে হাত মিলিয়ে সঙ্গবদ্ধ হয়ে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে অচিরেই প্রশাসনিক ব্যবস্থা না নিলে তাদের দ্বারা অনেক সম্মানি মানুষ আত্বসম্মান ও অর্থ হারিয়ে পথে বসার সম্ভাবনা রয়েছে বলে ইফতেখার জানান। এব্যাপারে তিনি ব্যবস্থা নিতে প্রসাশনিক সহযোগিতা কামনা করছেন। উল্লেখ্য যে ইফতেখারুল করিম চৌধুরী জাতিয় দৈনিক মুক্ত খবর পত্রিকার চট্টগ্রামের স্টাফ রিপোর্টার।
আরো পড়ুন: