মিজানুর রহমান সুমন আবারো সাহায্যের হাত বাড়াইলেন সাংবাদিকের সন্তানের জন্য।
এম এ কাদের অপুঃ
কথায় আছে কোটি টাকার সম্পদ থাকলেও দান করার মত আত্মার প্রয়োজন হয়, তারই দৃষ্টান্ত দেখাইলেন লাকসামের বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম জসিমের বাক প্রতিবন্ধী ছেলে ফজলে রাব্বীর হাতে ৫০ হাজার টাকার অনুদান দিলেন মানবতার সেবক, দেশ-বিদেশে আলোচিত দানবীর মিজানুর রহমান সুমন। মিজানুর রহমান সুমনের পক্ষে এই দান হস্তান্তর করেন, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম হিরা সহ সাবেক লাকসাম প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস,লাকসাম উপজেলা স্বেচ্চাসেবকলীগ সহ-সভাপতি মোশারফ হোসেন কাঞ্চন, লাকসাম প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক সময়ের দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ফারুক আল শারাহ, সাংবাদিক মশিউর রহমান সেলিম, প্রফেসর শুভ, প্রভাষক এনায়েত উল্লাহ হেজাজী, মাহমুদুর রহমান সোহাগ সহ অন্যান্যরা। মানবতার সেবক মিজানুর রহমান সুমনের এই দানকে সাধুবাদ জানান সুশীল সমাজ।