তুমি আছো বলেই মা আজ সুন্দর এই জীবন
তুমি আছো বলেই মা আজ পরিপূর্ণ এই ভুবন
তুমি আছো বলেই মা আজ শিখেছি ভালবাসা
তুমি আছো বলেই মা আজ সপ্নের দুয়ারে ভাসা
তুমি আছো বলেই মা আজ বাচতে শিখেছি আমি
তুমি আছো বলেই মা আজ পৃথিবীটা এতো দামী
তুমি আছো বলেই মা আজ শিখেছি কথা বলা
তুমি আছো বলেই মা আজ শিখেছি পথ চলা
তুমি আছো বলেই মা আজ সন্মান দিতে যানি
তুমি আছো বলেই মা আজ দুঃখ হয়ে যায় পানি
তুমি আছো বলেই মা আজ হয়না টাকার অভাব
তুমি আছো বলেই মা আজ এত ভালো আমার সভাব
তুমি আছো বলেই মা আজ গোছানো থাকে ঘর
তুমি আছো বলেই মা আজ চিনিগো আপন পর
তুমি আছো বলেই মা আজ নারী জাতির এত মূল্য
তুমি আছো বলেই মা আজ জান্নাতের সমতুল্য
love you ma
ভাবুক কবি_শিহাব