প্রবাস ডেস্ক;
মালয়েশিয়ায় খেজুরের বাক্সের চাপায় ২ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ৫ মে স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ২ বাংলাদেশি প্রবাসীর বয়স আনুমানিক ৪০ বছর।
মালয়েশিয়ার পেনাংয়ে নিহত দুই বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে ৷ তারা হলেন, যশোরের বাকের আলী ও কুমিল্লার বোরহান উদ্দিন রাব্বানী ৷ ৫ মে রবিবার স্থানীয় সময় সকাল ১১ টার দিকে মালয়েশিয়ার পেনাং এর পাশ্ববর্তী ইন্ডাস্ট্রিয়াল এলাকা বুকিত মিনাইং, বুকিত মেরতাজামের একটি গোডাউনে খেজুর নামানোর সময় কাঠের প্লেট ও খেজুরের বাক্সের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় এই দুই বাংলাদেশি। জানা গেছে, খেজুরের প্লেট ও বাক্স লোড আনলোড করার সময় হঠাৎ কাঠের প্লেট সহ খেজুরের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম বলেন-”দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের পেনাং কন্স্যুলারের মাধ্যমে যোগযোগ অব্যাহত রয়েছে। নিহত বাংলাদেশি দুইজন একই কোম্পানিতে কাজ করতেন। তারা দুজন বৈধ, আইন অনুযায়ি ক্ষতিপূরণ পাবে।”
দুর্ঘটনার শিকার বাংলাদেশীদের পরিবার ক্ষতিপূরণ পাবেন জানিয়ে শ্রম কন্স্যিলর আরও বলেছেন, মালিক নিজ খরচে লাশ দেশে পৌঁছে দিবে । তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তাদের লাশ দ্রুত দেশে পাঠানো হবে বললেন শ্রম কাউন্সিলর জহিরুল ইসলাম ৷
নিহতদের একজন কুমিল্লার প্রাবাসী মোহাম্মদ বোরহান উদ্দিন চান্দিনা উপজেলার নাবাবপুর ইউপি এলাকার সুরিখোলা গ্রামে। বোরহান কোরআন এ হাফেজ বলে জানা গেছে। গত ৯মাস আগে পরিবারে মুখে হাসি ফোটাতে পারি জমায় মালোশিয়ায়। অপর জন যশোরের বাকের আলী।
আরো পড়ুন: