March 20, 2023, 12:33 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

মালোশিয়ায় দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী সহ ২বাংলাদেশী নিহত

প্রবাস ডেস্ক;

মালয়েশিয়ায় খেজুরের বাক্সের চাপায় ২ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ৫ মে স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ২ বাংলাদেশি প্রবাসীর বয়স আনুমানিক ৪০ বছর।

মালয়েশিয়ার পেনাংয়ে নিহত দুই বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে ৷ তারা হলেন, যশোরের বাকের আলী ও কুমিল্লার বোরহান উদ্দিন রাব্বানী ৷ ৫ মে রবিবার স্থানীয় সময় সকাল ১১ টার দিকে মালয়েশিয়ার পেনাং এর পাশ্ববর্তী ইন্ডাস্ট্রিয়াল এলাকা বুকিত মিনাইং, বুকিত মেরতাজামের একটি গোডাউনে খেজুর নামানোর সময় কাঠের প্লেট ও খেজুরের বাক্সের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় এই দুই বাংলাদেশি। জানা গেছে, খেজুরের প্লেট ও বাক্স লোড আনলোড করার সময় হঠাৎ কাঠের প্লেট সহ খেজুরের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম বলেন-”দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের পেনাং কন্স্যুলারের মাধ্যমে যোগযোগ অব্যাহত রয়েছে। নিহত বাংলাদেশি দুইজন একই কোম্পানিতে কাজ করতেন। তারা দুজন বৈধ, আইন অনুযায়ি ক্ষতিপূরণ পাবে।”

দুর্ঘটনার শিকার বাংলাদেশীদের পরিবার ক্ষতিপূরণ পাবেন জানিয়ে শ্রম কন্স্যিলর আরও বলেছেন, মালিক নিজ খরচে লাশ দেশে পৌঁছে দিবে । তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তাদের লাশ দ্রুত দেশে পাঠানো হবে বললেন শ্রম কাউন্সিলর জহিরুল ইসলাম ৷

নিহতদের একজন কুমিল্লার প্রাবাসী মোহাম্মদ বোরহান উদ্দিন চান্দিনা উপজেলার নাবাবপুর ইউপি এলাকার সুরিখোলা গ্রামে। বোরহান কোরআন এ হাফেজ বলে জানা গেছে। গত ৯মাস আগে পরিবারে মুখে হাসি ফোটাতে পারি জমায় মালোশিয়ায়। অপর জন যশোরের বাকের আলী।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১