-
- Feature, অর্থনীতি, আন্তর্জাতিক, ইসলামিক, জাতীয়
- মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,প্রবাদ টার সত্যিতার আরেক নাম ফেন্ড ব্লাড ব্যাংক।
- আপডেট: May, 13, 2019, 5:08 pm
- 970 View
শাহাদাৎ হোসেন রিপন, সৌদি আরব প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,প্রবাদ টার সত্যিতার আরেক নাম ফেন্ড ব্লাড ব্যাংক।
২০১৭ সালে, কুমিল্লা জেলার বরুড়া থানার চোওরী গ্রামের কিছু যুবকের সম্মিলিত প্রচেষ্টার গড়ে ওঠে একটি ব্লাড ব্যাংক,পরবর্তীতে যার নাম করন করা হয় ফেন্ড ব্লাড ব্যাংক। বর্তামানে এই ফেন্ড ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ মাসুদ মিয়াজি,ও সিনিয়ার সহ সভাপতি সহ অন্য সদ্যরা সম্মিলিত ভাবে ৪৩৮ বার রক্ত দান করছে,,। ফেন্ড ব্লাডব্যাংকের কার্জক্রমঃ প্রতিনিয়ত রক্ত দিয়ে যাচ্ছে যেকোনো ধরনের রোগীকে,বর্তমানে এই ব্লাড ব্যাংকের দুইটি দলে বিভক্ত হয়ে ঢাকা ও কুমিল্লা বরুড়া উপজেলায় কর্মকান্ড চালাচ্ছে। এই পর্যান্ত সর্বমোট ৪৩৮ বার রক্তদান সহ সর্বচ্ছো ১৩ বার(একজন) রক্তদান করছে। শুধু রক্তদান নয়,,তাছাড়াও ফেন্ড ব্লাড ব্যাংকের রয়েছে বিভিন্ন কর্মকান্ড,যেমন,অসহায় রোগীকে সেবা প্রধান করা,
অসহায় গরীব শিক্ষার্থীদের বই প্রস্তুক কিনে দেওয়া, সামাজিক বা রাষ্ট্রিয় কোনো কাজে বলন্টিয়ার সার্ভিব বা মাদকের বিরুদ্ধে কাজ করা।
স্বেচ্ছায় রক্তদান বাঁচাতে পারে একটি প্রান,এই স্লোগানে আসুন ফেন্ড ব্লাড ব্যাংকের মত আমরা ও এগিয়ে আসি মানুষের জন্য। আর বেঁচে থাকুক ফেন্ড ব্লাডব্যাংকের প্রতিটি রক্ত সৈনিক। আরো সমৃদ্ধি হোক ফেন্ড ব্লাড,এই প্রত্যশা ও শুভ কামনা আমাদের সবার।
জয় হোক মানবতার জয় হোক ফেন্ড ব্লাড ব্যাংকের।।
আরো পড়ুন: