নোয়াখালীর সুর্বণচর স্বাস্হ্য কমপ্লেক্সের করিডোরে বাচ্ছা প্রসব; ‘( ৫-১২-১৬ইং সোমবার আলেয়া বেগম (গ্রাম চর জিয়া উদ্দিন) এই গর্ভবতী মহিলাটির প্রসববেদনা নিয়ে সুর্বণচর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আসলে উক্ত হাসপাতালের UH&FPO ডাঃ খলিলুর রহমানের নির্দেশে লেবার পেইন বেডে সকাল ১১:১৫ মিনিটে ভর্তি হন, কিন্তু উক্ত হাসপাতালের গাইনি কনস্যালট্রেন্ট শিরিন সোলতানা ডিউটিতে না আসায় লেবার রুমের সহকারীরা নরমাল ডেলিভারী করতে ব্যার্থ্য হয় এবং মাইজদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে, গর্ভবতী- মহিলাদের আনা নেওয়ার জন্য সরকার ঘষিত ফ্রী এ্যামবুলেন্সের ব্যাবস্থা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ এ্যামবুলেন্সের ব্যাবস্থা না করে গর্ভবতী-মহিলাটিকে উক্ত হাসপাতালের করিডোরে ফেলে রাখে, অনেকক্ষন পড়ে থাকার পর বিকাল ৩টার দিকে গর্ভবতী-মা ময়লা যুক্ত করিডোরে বাচ্ছা প্রসব করেন, কেউ এগিয়ে আসেনি, জনৈক ব্যক্তি খবর পেয়ে তার ওয়ার্ডের লোকজনের সাহায্যে মহিলাটিকে করিডোর থেকে নামিয়ে cng যোগে মাইজদীতে পাঠিয়ে দেয়.!!!
“আমি উক্ত ঘটনার সুস্ঠ তদন্ত দাবি করছি।”