March 23, 2023, 8:47 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

মানুষ মানুষের জন্য।

গাজী ওসমানঃঃ

“মানুষ মানুষের জন্য ” আর এই দায়বদ্ধতা থেকে ই এই ভাইটিকে বাঁচানোর জন্য সাধ্যের শেষ বিন্দুটুকু দিয়ে চেষ্টা করেও অবশেষে ব্যর্থ হলাম,এবার আসি মূল ঘটনায়,২৫.০৪.২০১৯ তারিখ অফিস শেষ করে আনুমানিক রাত ৮টার দিকে ঢাকা থেকে গাজীপুর আমাদের বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে গাজী ওসমান ভাই এর বাসার সামনে দোকানে খেলা দেখতেছিলাম এমন অবস্থায় শুনি ভান্নারা রেলগেট থেকে একটু পূর্ব পাশ্বে সাইজুদ্দীন দেওয়ান এর বাড়ির পাশে ট্রেন থেকে একজন মানুষ পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে, কেউ হসপিটাল এ নেওয়ার সাহস পাচ্ছে না এটা পুলিশি কেস সেই জন্য,যত যাই হোক না কেন অাগে তো মানুষ টাকে বাঁচানোর চেস্টা করতে হবে, এলাকার মুরুব্বী সাইজুদদীন দেওয়ান ( যিনি লোকটির অবস্থা দেখে বলেছিলেন তোমরা হাসপাতালে নিয়ে যাও টাকা পয়সা যা লাগে আমি দিব),বন্ধু নাসির উদ্দিন সজিব,রাসেদ,জাহিদ ভাই, আল আমিন ভাই,ফরিদ,মারুফসহ এলাকার অনেক ছোট ভাইদেরকে সাথে নিয়ে লোকটাকে নিয়ে গেলাম মৌচাক সুফিয়া হসপিটাল এ কিন্তু লোকটার অবস্থা খুব একটা ভালো ছিলনা ( ১ম ছবিটা সুফিয়া হসপিটাল এ তোলা) সে জন্য হসপিটাল থেকে সদর হাসপাতাল এ নেওয়ার পরামর্শ দেয়,সেই পরা মর্শ্ব অনুযায়ী বন্ধু Nasir Uddin Sajib কে সাথে নিয়ে জাহিদ ভাই, আল আমিন ভাইয়ের থেকে কিছু টাকা নিয়ে, মৌচাক পুলিশ ফাঁড়ীর Sub- Inspector Rony Kumar Saha কে অবগত করে এম্বুলেন্সযোগে গাজীপুর সদর হসপিটাল এ নিয়ে যাই,পুলিশ ভাইয়েরা ও অনেক আন্তরিকতার পরিচয় দিয়েছেন লোকটিকে বাঁচানোর জন্য,পুলিশ ভাইদের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধাবোধ অনেকটা বেড়ে গেলো আজকের এই ঘটনার পর থেকে,যাওয়ার পথে লোকটি বমি করছিলো আর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলো লোকটি, খুব কস্ট লাগছিল তখন,হসপিটাল এ নিয়ে ভর্তি করলাম, হাসপাতাল এ নেওয়ার সাথে সাথে হাসপাতাল এর লোকজন চিকিৎসার জন্য এগিয়ে আসলো তখন রাত আনুমানিক ১১ টা থেকে ১২ টা বাজে,সরকারী হাসপাতাল এ ও যে মানুষটাকে বাঁচানোর জন্য এতো আন্তরিকতার সাথে কাজ করছিলো তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না, ভাবলাম হয়তো এখন বিপদমুক্ত কিন্তু হয়তো তার হায়াত এই পর্যন্ত ই লিখা ছিল, কিছুক্ষন পর লোকটি মারা গেল,খুব কষ্ট লাগলো চেস্টা টা বিফলে যাওয়ায়। রাত আনুমানিক ৩টার দিকে বাসায় ফিরলাম। লোকটির বাড়ি রংপুর,নাম জুয়েল,সাথে শুধু Fakir Apparels (সম্ভবত এই ফ্যাক্টরি নারায়ণগঞ্জ ) এর আইডি কার্ড এর ফিতাটা ছিল,যদি Fakir Apparels এর কেউ এই ভাইটিকে চিনে থাকেন তবে তার পরিবারকে খবর দিয়ে লাশটি গাজীপুর সদর হাসপাতাল থেকে নিয়ে যেতে সহযোগীতা করবেন। পোস্ট টি শেয়ার করে ভাইটির আত্নীয় স্বজনের কাছে নিউজটি পৌছে দিতে সাহায্য করবেন আসা করি। আমার সাথে নারায়ণগঞ্জ এর কেউ add থাকলে পোস্টটি শেয়ার করবেন প্লিজ।

বি: দ্র: আজকাল মানুষ দূর্ঘটনা দেখে ও সাহায্যে এগিয়ে না আসার কারণটা ও বুঝতে পারলাম,যে সাহায্য করতে যাবে উল্টো তাকেই নানান জেরার সম্মুখীন হতে হয়,তবুও এই ভয় উপেক্ষা করেই গিয়েছিলাম আমি আর বন্ধু নাসির উদ্দিন সজিব, Respect বন্ধু, আসা করি সারাটা জীবন এভাবেই মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়াবি।

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১