মানবতার আরেক নাম শাজান “ভাইজান“
এম এ কাদের অপু
মানুষ আল্লাহর সেরা মাখলুকাত, আর সেই মানুষই যখন আরেকটা মানুষকে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন অন্তত আর কিছু হোক বা না হোক মানুষই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে স্বীকৃতি দিয়েছেন স্বয়ন আল্লাহ রাব্বুল আলামিন।
মিশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাত গরিব শিশুদের মধ্যে কিছু খাতা কলম দিয়ে একটু পাশে থাকতে চেয়েছেন একজন দানশীল মানুষ, যিনি জীবিকা অর্জনের জন্য, প্রিয় মানুষদের ছেড়ে পাড়ি জমিয়েছেন সেই প্রবাস নামক বাহরাইনে।
তিনি আবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যোগাযোগ মাধ্যম ফেইজবুকের ‘’ Life Is Nice ‘’ জনপ্রিয় গ্রুপের এডমিনের দায়িত্ব পালন করে আসছেন নিষ্ঠার সাথে। যেই গ্রুপটি ইতি মধ্যেই ২৫০০ পাঠকের চেয়েও বেশি পাঠকের সমাগম এই গ্রুপে।
২ নং ওয়ার্ড লাকসাম পৌরসভার বাইনছাটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা, আর্মী মমতাজ এর সুযোগ্য পুত্র মোঃ শাজান প্রকাশ ভাইজান, পাশে থাকতে চান অসহায় মানুষদের পাশে থাকতে।
জনপ্রিয় ফেইজবুকার এবং ফেইজবুকের প্রিয় মুখ শাজান ভাইজান, মানুষের পাশে থেকে এঈ দান কে যেনো আল্লাহ কবুল ও মঞ্জুর করেন সেই জন্য ছাত্র/ছাত্রীদের অভিবাকের নিকট দোয়া কামনা করেন।
খাতা কলম বিতরনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, যুব সমাজ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর ডাঃ মোহাম্মদ উল্লাহ্ এই দান কে সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে অত্র বিদ্যালয়ে এই খাতা কলম এনে দেওয়ার জন্য সাংবাদিক এম এ কাদের অপু কে ও ধন্যবাদ জানান।
সাংবাদিক এম এ কাদের অপু জানান, লাইফ ইজ নাইচ গ্রুপের এডমিনের এই দানে যেমন উপকৃত হলেন ছাত্র/ছাত্রীরা তেমনই খুশি হলেন অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষিকারা। গরিব ছাত্র/ছাত্রীদের মাঝে এই খাতা কলম বিতরন ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর ডাঃ মোহাম্মদ উল্লাহ্র উপস্থিতি কে সাগত জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া বেগম এই দানে ছাত্র/ছাত্রীদের অনেক উপকার হবে, সামনেই তাদের পরিক্ষা, অনেক অভিভাবক আছে যারা ছাত্র/ছাত্রীদের খাতা কলম কিনে দেওয়ার মত ও টাকা থাকেনা,তাই এই দানবীর কে যেনো আল্লাহ নেক হায়াত দান করেন।
১৫৫ জন ছাত্র/ছাত্রীর মধ্যে খাতা কলম বিতরন করার সময় অনেক অভিভাবক ও বিদ্যালয়ের আশে পাশের অনেকেই উপস্থিত ছিলেন।