মাদ্রাসাতুর রহমান’র শুভ উদ্বোধন
এফ.ওমর
“শিক্ষা নিয়ে গড়বো দেশ ন্যায় নীতির বাংলাদেশ এই শ্রোগানে”গত ৮/৬/২০১৯ইং রোজ শনিবার লাকসামের ১ং বাকই দঃ ইউনিয়নের বাকই গ্রামে দেশের সুনামধন্য শিল্প গ্রুপ পিনাকি’র অর্থায়নে শুভ উদ্বোধন হলো “মাদ্রাসাতুর রহমান” বিকাল চার ঘটিকায় উদ্ধোধনী অনুষ্ঠানে,হাফেজ মাওলানা অহিদুর রহমানের পরিচালনায়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী মু.জাহাজান।বিশেষ অতিথি ছিলেন মোঃ মনিরুল ইসলাম বাচ্ছু, এ এইচ জিয়াউদ্দিন আহমেদ,কামরুজ্জামান শাহীন,আঃআউয়াল চেয়ারম্যান,মিজাননুর রহমান সেলিম,জহিরুল হক মজুমদার, এম এ হালিম মকুল,মাওলানা হাসানুজ্জামান
“মাদ্রাসাতুর রহমান”নুরানী শিশু জাময়াত থেকে তৃতীয় জমায়াত পযর্ন্ত চালু কারা হয়েছে।প্রধান অতিথি বলেন,এই এলাকয় দ্বীনি শিক্ষার প্রচার প্রসার ঘটানোই এই মাদ্রাসা স্হাপনের মূল উদ্দেশ্যে, এলাকার ছেলে মেয়েরা সহীহ ভাবে কুরআন তেলওয়াত করবে দুনিয়া ও আখেরাতের কল্যাণে সাধন করবে তবেই আমাদের স্বার্থকতা।এই মাদ্রাসাটি দ্বীনি শিক্ষার উজ্জ্বল নক্ষত্র হয়ে এলাকা সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বক্তারা বলেন গরিব আসহায় পিছিয়ে পড়া ছেলে মেয়েরা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে নৈতিক ও আধুনিক সোনার বাংলাদেশ গড়ে তুলবে।এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ পিনাকি গ্রুপের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান।