মাদকের বিরুদ্ধে ফুটবল’ এ প্রতিপাদ্য নিয়ে লাকসামে ডাঃ সুমন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় লাকসাম রেলওয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। লাকসাম রেলওয়ে লোকো স্পোর্টিং ক্লাব আয়োজিত ডাঃ সুমন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম ডাঃ সুমনের মাতা ডাঃ নাসরিন সুলতানা, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ সফিকুর রহমান, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমীক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ পলাশ, মোঃ জাহিদ হাসান রিপন, ঢাকা মহানগর যুবলীগ নেতা আবদুল হাকিম তানভীর প্রমুখ। খেলায় ট্রাইবেকারে এলইউভিসি ক্লাবকে হারিয়ে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। উক্ত খেলায় যৌথ ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন সাহাব উদ্দিন তুহিন ও একরামুল হক মুন্না। খেলার শুরুতে সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও প্রয়াত ডা. সুমনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন আমন্ত্রিত অতিথি ও দর্শকরা। তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার রাখতে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্টের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। খেলা শেষে চ্যাম্পিয়ন দল সেভেন স্টার ক্লাব কর্মকর্তাদের হাতে প্রাইজমানী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
আরো পড়ুন: