শাহানাজ পারভীনঃ চট্টগ্রামঃ- মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন( সি আর এ) উক্ত অনুষ্ঠানে, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ শে ফেব্রুয়ারি সকাল ১০ টায় শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন সভাপতি সোহাগ আরেফিন এর নেতৃত্বে। অনুষ্ঠান মালার দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত হয় ছোট কোমলমতি শিশুকিশোরদের নিয়ে ভাষা শহীদদের স্মৃতি স্বরণে চিত্রাংঙ্গন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তৃতীয় ধাপে শুরু হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক,সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরীর স্মরণ সভা। রবিবার ২১ ফেব্রুয়ারি ২০২১ বিকালে নগরীর হালিশহর বি-ব্লক এস, ক্লাব মোড় শহীদ মিনার চত্বরে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভা চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিকদের প্রিয় মুখ সোহাগ আরিফিন এর সভাপতিত্বে সাংবাদিক রিপন এর পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত জহুর আহমদ চৌধুরী সন্তান বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিবারবর্গ কেন্দ্রীয় চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। এ সময় তিনি মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ৬ দফা আন্দোলন সহ নানা স্মৃতি বিজড়িত স্বাধীনতার ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করেন, তিনি আনন্দ প্রকাশ করে বলেন,আজকাল ছোটদের নিয়ে কোনো চিত্রাংঙ্গান প্রতিযোগিতা এবং ছোটদের নিয়ে নতুন প্রজন্মদের ইতিহাস সম্পর্কে প্র্যাকটিক্যালি জানানো হয় না, করলেও খুবই কম হাতেগোনা মুষ্টি কয়েক, তাই আমি খুব আনন্দিত হয়েছি এবং চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকের এই ভাষা আন্দোলনে ভাষা দিবসে এই ছোট কোমলমতি শিশুদের নিয়ে সুন্দর উদ্যোগ ইতিহাস নিয়ে চিত্রাংঙ্গন প্রতিযোগিতা করার জন্য। সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,মুক্তিযুদ্ধা পরিবারবর্গ চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম নওশাদ সেলিম, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নয়া বাংলা পত্রিকার সাংবাদিক আবুল কালাম,উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম,মহিলা সম্পাদিকা শাহনাজ বেগম,সেলিনা ইসলাম,জেসমিন নাহার তিথি,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন লিটন,মোস্তফা, সানি প্রচার সম্পাদক রুবেল প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাংঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারিদের মধ্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরো পড়ুন: