March 23, 2023, 8:37 pm

#
ব্রেকিং নিউজঃ
বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে ৫জনকে কুপিয়ে জখম; মামলা তুলে নিতে হুমকি।মহেশপুরে পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু.জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সাদিয়া ইসলাম: নড়াইল সদর।কুমিল্লায় নব-গঠিত কৃষক দলের আহবায়ক কমিটির পরিচয় সভা অনুষ্ঠিত।বাউফলে ডাকাত চিহ্নিত, মালামাল উদ্ধার হলেও প্রকাশ্যে ডাকাতদের চলাফেরা।ইশ্বরগঞ্জে ঘুমন্ত মা কে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক।কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক কমিটি গঠন।কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।কুমিল্লা আর্দশ সদর উপজেলার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বরুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন অফিস ভাঙচুর।

মাঝে মাঝে যখন প্রশ্ন আসে

মাঝে মাঝে যখন প্রশ্ন আসে

রাজিয়া শাহরিন

মাঝে মাঝে যখন প্রশ্ন আসে
নিজেকে বিশ্লেষণ করার,
তখন নিষ্ঠুর পৃথিবী ঘুমিয়ে থাকে
আর শুরু হয়ে যায় আত্নার ওপর প্রহার,,।

রাতজাগা নিশাচর আমি
বিচরণ করি নিজ মনে,
ঘুরিফিরি একা,
দেখি চারিদিক ফাঁকা
কোথাও আবার কেঁদে উঠে প্রাণ
নির্বাক নির্জনে,,,,,,,,,,,।

একা একাই কাঁদি
আর খেলা ঘর বাঁধি,।
একটু আপনার ভেবে,,
তখনই হঠাৎ দমকা হাওয়া
সব বোধ যায় থেমে।

জন্ম নিয়াছি নিছকই জীব,
হইলাম কবে মানুষ,
আত্না যেথায়,বিবেক বর্জিত
তাই বোঁধ হয় আজ নিজেই নিজেকে
মানুষ নামের ফানুস,।।

আমিতো নই কোন অনাচারকারী
নইতো কোন প্রলয়ের লেলিহান শিখা,
নিছক সাধারণ কোন এক প্রাণ,!
তবে কেন আজ এই কালো ধোঁয়া সেথায়,
ফেলে গেল এত রেখা?

অনেক ধাঁধাঁ,অনেক প্রশ্ন খায় ঘুরপাক মনে,
মাঝে মাঝে এই প্রাণ নিঃশেষ হয়ে যায়,
পিছিয়ে পড়ার ক্রোদনে।
চেয়েছি যা,পেয়েছি কি তা
নেই তো তার ক্ষোভ,
ভেবিছি যেটা পায়নি আমি
তাতে করে কি হবে লোভ?

নিষ্পাপ মনে কে দিলো কাঁদা,
কেনই বা লাগলো ধূলি,
সারা অঙ্গে মেখে কালো ছায়া
কিসেরই বা হলো উসুলি,,,।
শ্রান্তি র পথে চলতে গিয়ে,
এলো কোথা থেকে এই ভ্রান্তি?

পবিত্রতার আড়ালে,
আজ অপবিত্র আমি এতেই অন্যের শান্তি।
নেই জীবন অংকের সূত্র জানা
সমাধান হবে কিসে?
প্রশ্নের পরে প্রশ্ন জমিয়ে একদিন যাবো কোন
নীলিমায় মিশে,,,,,,,,। ,

30th September 2018…..

#

     আরো পড়ুন:

পুরাতন খবরঃ

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১