মাঝে মাঝে যখন প্রশ্ন আসে
রাজিয়া শাহরিন
মাঝে মাঝে যখন প্রশ্ন আসে
নিজেকে বিশ্লেষণ করার,
তখন নিষ্ঠুর পৃথিবী ঘুমিয়ে থাকে
আর শুরু হয়ে যায় আত্নার ওপর প্রহার,,।
রাতজাগা নিশাচর আমি
বিচরণ করি নিজ মনে,
ঘুরিফিরি একা,
দেখি চারিদিক ফাঁকা
কোথাও আবার কেঁদে উঠে প্রাণ
নির্বাক নির্জনে,,,,,,,,,,,।
একা একাই কাঁদি
আর খেলা ঘর বাঁধি,।
একটু আপনার ভেবে,,
তখনই হঠাৎ দমকা হাওয়া
সব বোধ যায় থেমে।
জন্ম নিয়াছি নিছকই জীব,
হইলাম কবে মানুষ,
আত্না যেথায়,বিবেক বর্জিত
তাই বোঁধ হয় আজ নিজেই নিজেকে
মানুষ নামের ফানুস,।।
আমিতো নই কোন অনাচারকারী
নইতো কোন প্রলয়ের লেলিহান শিখা,
নিছক সাধারণ কোন এক প্রাণ,!
তবে কেন আজ এই কালো ধোঁয়া সেথায়,
ফেলে গেল এত রেখা?
অনেক ধাঁধাঁ,অনেক প্রশ্ন খায় ঘুরপাক মনে,
মাঝে মাঝে এই প্রাণ নিঃশেষ হয়ে যায়,
পিছিয়ে পড়ার ক্রোদনে।
চেয়েছি যা,পেয়েছি কি তা
নেই তো তার ক্ষোভ,
ভেবিছি যেটা পায়নি আমি
তাতে করে কি হবে লোভ?
নিষ্পাপ মনে কে দিলো কাঁদা,
কেনই বা লাগলো ধূলি,
সারা অঙ্গে মেখে কালো ছায়া
কিসেরই বা হলো উসুলি,,,।
শ্রান্তি র পথে চলতে গিয়ে,
এলো কোথা থেকে এই ভ্রান্তি?
পবিত্রতার আড়ালে,
আজ অপবিত্র আমি এতেই অন্যের শান্তি।
নেই জীবন অংকের সূত্র জানা
সমাধান হবে কিসে?
প্রশ্নের পরে প্রশ্ন জমিয়ে একদিন যাবো কোন
নীলিমায় মিশে,,,,,,,,। ,
30th September 2018…..
আরো পড়ুন: