মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্তে বৃহস্পতিবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে তিন ঘন্টা ব্যাপী বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
খালিশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক কামরুল হাসান জানান, বাংলাদেশের জলুলী সীমান্তের ৫৩ নম্বর মেইন পিলারের কাছে ভারতের ২৪ পরগনা জেলার রনঘাট নামক স্থানে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা ব্যাপী ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশে না আসা,সীমান্ত এলাকায় ৩ ফুট এর অধিক উচ্চতা সম্পন্ন ফসল চাষাবাদ না করা,সীমান্ত সংক্রান্ত তথ্য পরস্পরের সাথে আদান-প্রদান,বাংলাদেশী নাগরিক কর্তৃক গরু চোরাচালান বন্ধ,সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখন্ডে অবৈধ প্রবেশ বন্ধ,কাঁটা তারের বেড়া কর্তন বন্ধ ও উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক বজায় থাকার বিষয়ে আলোচনা হয়।
ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে তিন ঘন্টা ব্যাপী পতাকা বৈঠকে বাংলাদেশ বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন খালিশপুর ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান।আর ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের ৫৪ ব্যাটালিয়নের বিএসএফের ভারপ্রাপ্ত কমান্ডার মধুখার জুয়েল।এসময় উপস্থিত ছিলেন ভারতের বিএসএফের ৯৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার শ্রী বিজয় প্রকাশ ও বাংলাদেশের খালিশপুর ৫৮ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান,সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন প্রমুখ।