মহেশপুরে ৬ষ্ঠ শ্রেণীর মাদ্রাসার ছাত্র তৌফিক নিখোঁজ।
মিজানুর রহমান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ছেলেটির নাম মোঃ তৌফিক হোসেন।বয়সঃ ১২ বছর।পিতার নাম মোঃ আজা ডাক্তার।স্থায়ী ঠিকানা : গ্রামঃ বাউলী,পোষ্টঃ সেজিয়া বাজার,ইউনিয়নঃ ৬নং নেপা,থানাঃ মহেশপুর,জেলাঃ ঝিনাইদহ।ছেলেটি আনন্দ বাজার দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউপির ইসলামপুর এলাকা থেকে অদ্য ১৫-০৭-২০১৯ ইং রোজ রবিবার সকাল ৯ টা থেকে নিখোঁজ রয়েছে।
ছেলেটির গায়ে জার্সি গেঞ্জি ও পড়নে ব্লু রংয়ের পেন্ট ছিলো। বহু খোঁজ খবরের পরে ছেলেটিকে নাপেয়ে ছেলেটির মা ও তার নিকটাত্নীয়রা চরম হতাশায় ভুগছেন,এমতাবস্থায় কেউ উক্ত ছেলেটির কোনো প্রকার সন্ধান পেলে ও তথ্য জেনে থাকলে দয়াকরে নিম্মে দেয়া মুঠো ফোনে যোগাযোগ করবেন।
মোবাইলঃ০১৯১৩৬১৪৮৮৭