মহেশপুরে ৪৯ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক।
মিজানুর রহমান,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
মঙ্গলবার সন্ধায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আলী আকবর সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যাবসিয় মোঃ হারন অর রশিদ ও সমরান আলী কে আটক করেছে। দুই জনার বাড়ি একই গ্রামের ভৈরবায়।
মহেশপুর উপজেলা কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি দুই জন মাদক ব্যাবসায়ি মাদক নিয়ে ভৈরবা বাজারে অবস্থান করছে। তাতক্ষনিক উপজেলার ভৈরবা ফাড়ির এস আই আলী আকবারের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স নিয়ে দুই জন মাদক ব্যাবসায়িকে ৪৯ বোতল ফেনসিডিল সহ আটক করে থানা হাজতে প্রেরন করে।
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান ওসি রাশেদুল আলম।